সুপ্রিয়, সালাম ও শুভেচ্ছা জানবেন।
পোস্ট করার সময় নিচের নির্দেশনা গুলো লক্ষ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- সরাসরি অন্য সাইট থেকে কপি করে এনে VOB পোস্ট করা থেকে বিরত থাকুন। একান্ত করতে হলে আপনার ডেস্কটপে একটি নোট প্যাড তৈরি করুন। সেখানে কপি করা লেখাটি পেস্ট করে অতঃপর নোট প্যাড থেকে কপি করে সাইটে প্রকাশ করুন।
- আপনার লেখাটির বিষয়বস্তু/Level/বিভাগ নির্বাচন করুন। একাধিক বিষয়/বিভাগ/Level ব্যবহার করা যাবে। প্রতিটির পরে কমা ( , ) ব্যবহার করুন।
- বিষয়বস্তু/Level/বিভাগ-এ আপনার নামটি অবশ্যই লিখুন এবং পরবর্তী লেখা প্রকাশের সময় নামটিও যোগ করে নিন। এতে আপনার নামে ক্লিক করলে পাঠক আপনার সবগুলো লেখা পড়তে পারবে।
- পোস্ট করার সময় ৪০০ শব্দের বেশি হলে ৪০০ শব্দের পরে (কম-বেশি করা যাবে) উপরে টুলবার গুলো থেকে Insert jump break অপশনটি সিলেক্ট করে দিন। এতে পাঠক আপনার পোস্টটি পুরো পড়ার জন্য ‘আরো পড়ুন’ অপশনটি ক্লিক করে পুরো লেখাটি পড়তে পারবে, এতে আপনার লেখার ভিজিট কাউন্টার বাড়বে এবং সাইটটিও সুন্দর দেখাবে।
ধন্যবাদসহ
জহির রহমান
VOB ডেভেলপিং টিম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন