মাননীয় প্রধান মন্ত্রী বরাবর প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি ও প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীদের কর্মসংস্থানের জন্য আবেদন



বরাবর 

মাননীয় প্রধান মন্ত্রী  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


বিষয় : প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি ও প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীদের কর্মসংস্থানের জন্য আবেদন। 


মাননীয় প্রধানমন্ত্রী,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আপনার সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্র উন্নয়নের গতি অব্যাহত রয়েছে। কিন্তু প্রতিবন্ধী জনগোষ্ঠি পূর্বের ন্যায় অবহেলা, অযতেœর মাঝে মানবেতর ও কষ্টকর জীবন যাপন করছে। বর্তমানে প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা। যা প্রতিদিন হিসাবে ২৮.৩৩ টাকা। প্রায় লক্ষাধিক প্রতিবন্ধী ব্যক্তি দৈনিক এই ২৮.৩৩ টাকা উপর নির্ভিরশীল। কারণ সরকারী হিসাবে ১০% প্রতিবন্ধী জনগোষ্ঠির মধ্যে খুবই কম সংখ্যাক ব্যক্তি রয়েছে, যারা চাকুরী বা ব্যবসার মাধ্যমে উপার্জন করছে। কিন্তু বাকীদেরকে এই প্রতিবন্ধী ভাতার উপরই নির্ভর করে চলতে হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ঔষধপত্র ক্রয় সবকিছুই এই টাকার মধ্যে করা কতটা যে অসম্ভব এবং কষ্টকর তা একমাত্র ভুক্তভোগীই বলতে পারবে। 


আপনার একটি সিদ্ধান্তই এই প্রতিবন্ধী জনগোষ্ঠিকে এই অমানবিক ও গ্লানিয়ম জীবন থেকে উদ্ধার করে কিছুটা স্বস্তি দিতে পারে। যদি আপনি দয়াপরবশ হয়ে প্রতিবন্ধী ভাতা নূনতম ৫০০০ টাকা ধার্য করেন, তাতে তাদের জীবনে কিছুটা হলে স্বস্তি ও শান্তি ফিরে আসবে। 


এবং আপনি জানেন যে, বাংলাদেশর বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি থেকে অনার্স, মার্স্টাস করে প্রতি বছরই শত শত প্রতিবন্ধী ছাত্র ছাত্রী বেরিয়ে আসছে। বিভিন্ন ভুল ধারণার কারণে বেসরকারী প্রতিষ্ঠান গুলো এসব প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীদেরকে চাকুরী দিতে ইচ্ছুক নয়। অন্য দিকে সরকারী চাকুরীও তাদের নাগালের বাহিরে। কিন্তু যদি আপনি সহানুভূতির সহিত তাদের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেন, তা বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান তা মেনে নিতে বাধ্য থাকবে। বাংলাদেশে হাজার হাজার কোম্পানী ও সংস্থা রয়েছে। এদের প্রতিটিতে অন্তত ১ করে গ্রাজুয়েশন করা যে কোন একজন প্রতিবন্ধী ব্যক্তিকে চাকুরী দেওয়া বাধ্যতামূলক করা হলে, এই বিপুল শিক্ষিত প্রতিবন্ধী জনগোষ্ঠির বেকারত্ব এবং মানবেতর কষ্টকর জীবনের অবসান হবে। অন্য দিকে একটি প্রতিষ্ঠান তার হাজার হাজার স্টাফের সাথে একজন প্রতিবন্ধীকে চাকুরী দিলে, সে প্রতিষ্ঠানের কোন ক্ষতি হবেনা। বরং প্রতিবন্ধী ব্যক্তি একটু মানবিক সহযোগীতা পেলে সকলের মত সেও কর্মস্থলে অবদান রাখতে হবে। এবং আপনি যদি মানবিক কারণে এই আইন জারি করেন, বহির্বিশে^ বাংলাদেশ একটি মানবিক রাষ্ট হিসাবে পরিচিতি লাভ করবে। এছাড়া আপনার বিভিন্ন ঘোষণায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও কর্মসংস্থানের কথা বারবার উঠে আসে। এজন্য আমরা মনে করি প্রকৃত অবস্থা আপনি জানতে পারলে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের এই দুটি সমস্যার সমাধান হবে। 


অতএব, উপরোক্ত বিষয়াদি সহানুভূতির সহিত বিবেচনা করে, মানবিক কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রতি মাসে ৫০০০ টাকায় উন্নীত করা এবং প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ জারি করতে আপনার কাছে বিনীত আবেদন করছি। 


বিনীত নিবেদক


আকবর আলী (দৃষ্টি প্রতিবন্ধী)

রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। 

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়

মোবাইল : ০১৭২৯৫৪৪৯৬০


  




মন্তব্যসমূহ