বাপ ছেলের ফেইসবুক














বাবা নতুন ফেসবুক খুলে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো! ছেলে বাবাকে ব্লক দিলো!

বাবাও কম যায় না তার আরেকটি নম্বর দিয়ে ফেইক আইডি খুলে আবার ছেলেকে রিকু দিলো!

ডিজিটেল ছেলে বাবার আরেকটি নাম্বার দিয়ে চেক ইন করে দেখলো এটা তার বাবার ই ফেইক আইডি!

উপায়ন্তর না পেয়ে বাবার পূর্বের আইডি আনব্লক করে নিজেই ফ্রেন্ড রিকু দিলো

ফেসবুকের কল্যাণে বাবাও যখন ফেসবুক ফ্রেন্ড তখন ছেলেটি সকালে উঠে বাবাকে ইনবক্স করলো, ফেবু দোস্ত কেমন চলছে ফেসবুক...?

অপমানে এবার ছেলেকে বাবা ব্লক দিলো!

অতপর ছেলে বাবার ফেইক আইডিতে ইনবক্স করলো, আমার ফ্রেন্ডলিস্টের ৪২০ তম বন্ধু হিসেবে তোমাকেও স্বাগতম!

একটু পর বাবার নামটি কালো হয়ে গেলো!

আমার বাবা ফেসবুক ব্যবহার করে না! আমাদের অনেকের বাবা ফেসবুক ব্যবহার করে না! আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা স্বাধীনভাবে ফেসবুক ব্যবহার করতে পারি!

কিন্তু,

কিছু কথা আছে যা মুখ খুলে বলা যায় না! বাবা মায়েরা যখন পুরোদমে ফেসবুক ব্যবহার করবে তখন,

হয়তো কোন এক সকালে অফিসের কাজের ফাঁকে ক্লান্তির অবসরে ফেসবুকে ডু মেরে দেখবে,

তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা পৃথিবীর সেরা বাবা!!! বাবা লাইক কমেন্ট প্লিজ!!!



বাবা মুচকি হেসে এড়িয়ে যাবে লেখাটি! ভান করে থাকবে না দেখার!

পরের দিন পাঁচশ টাকা বের করে দিয়ে বলবে, বন্ধু বান্ধবদের নিয়ে কিছু খেয়ে নিস্!

এর পরের দিন আরেকটি স্ট্যাটাস প্রসব হবে, আমার বাবা পৃথিবীর সেরার সেরা বাবা!

বাবা এবার খুশিতে একটি মোবাইল নিয়ে বাসায় হাজির!

ছেলে দ্বিগুণ খুশিতে এবার টাইমলাইনে লিখলো, আমার বাবা সেরার সেরার সেরা বাবা! লাইক কমেন্ট লাগবে না! নেক্সট একটা ডিএসলার দিও!

সেখানে এক বন্ধু কমেন্ট দিলো, প্রতিদিন সকালে উঠে রোজ একটি করে স্ট্যাটাস দিলে যদি আমার বাবাও তোর বাবার মতো এটা ওটা গিফট করতো তাহলে আমিও এমন করে স্ট্যাটাস দিতাম!

পরে বাবা আর কিছু গিফট করলো না আকস্মিক ভাবে!

অনেকদিন বিভিন্ন ভঙ্গিতে বাবা নিয়ে লিখেও কোন কাজ হচ্ছে না দেখে শেষ বাবাকে নিয়ে একটি স্ট্যাটাস দিলো, 'বাপরে বাপ!'

বাবা এই প্রথম ছেলের লেখায় 'হাহা রিয়েক্ট' দিলো

-আবদুর রব শরীফ 

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
https://www.youtube.com/watch?v=SDaowgXlmRk
নামহীন বলেছেন…
https://www.youtube.com/watch?v=0mNlVmImYj4
voice-bangladesh.com বলেছেন…
https://foodsecurity.conferenceseries.com/registration.php

http://iastem.org/Conference2018/Denmark/1/ICEBM/