১৮১৫ সালে ১৮ই জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ । ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি যথা, ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হয়েছিলেন ।বহুকাল ধরে নেপোলিয়ান অনেক যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। সেসবের মধ্যে কিছু কিছু যুদ্ধে তিনি অত্যন্ত সফলতার সাথে বিজয় অর্জন করেছেন আবার অনেক যুদ্ধে হেরে তার কতৃত্বও হারান। তিনি যখন ইউরোপের বেশির ভাগ দেশ দখল করেন ঠিক তখনই ইউরোপের সমস্ত দেশ মিলে ফ্রান্স তথা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু তখন এত বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়াই করার সামর্থ্য ছিল না নেপোলিয়ানের। কারন তার কিছুদিন আগেই রাশিয়া আক্রমণের পর ভয়াবহ শীতে আক্রান্ত হয়ে তার অধিকাংশ সৈন্য বাহিনী মারা গেছিল,তাই তিনি সেই যুদ্ধে অংশ নিতে পারতেন না। অপর পক্ষে বিরোধি পক্ষ খুব দ্রুত প্যারিসকে চারদিক থেকে ঘিরে ফেলে,অমন অবস্থায় নেপোলিয়ানের কিছুই করার ছিল না। সবশেষে তার সৈন্যরাও তাকে এলবা দ্বীপে নির্বাসনে দিয়ে দেয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন