দুষ্টু
ছেলের দল
বিএম
বরকতউল্লাহ
ওরা
গাঁয়ের দুঃসাহসী দস্যু মতন ছেলে
কোনো
কিছু যায় না করা ওদের পিছে ফেলে।
দাওয়াত
ছাড়া বিয়েবাড়ি পেলেট নিয়ে বসা
নেংটা-পুটু
উদোম-বাদুম কী যে আজব দশা।
অনুষ্ঠানের
ফুট ফর্মাস ওরাই করে নিজে
রোদে
পুড়ে বেড়ায় তারা জলে ডাঙায় ভিজে।
বিয়েবাড়ির
আনন্দ হাসি মাতিয়ে রাখে তারা
বাজির
পরে বাজি ফুটায় পুরাই দিশেহারা।
উঁচু
গাছের ফল পেকেছে আনতে হবে পেড়ে
পুকুর
থেকে মাছ ধরার জাল ফেলবে কে রে?
ওমনি
তাদের ডাক পড়ে যায় লাফিয়ে উঠে গাছে
ওদর
ভয়ে পুকুর থেকে লাফিয়ে উঠে মাছে।
কোনো
কাজে হারে না ওরা আসবে জিতে শেষে
বলে,
আমাদের মতো এমন পোলা আছে ক'টা দেশে!
এমনি
করে উঠছে বেড়ে গাঁয়ের ছেলেগুলি
উদার আকাশ সবুজ গাঁয়ে হৃদয়
দুয়ার খুলি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন