ভারতের কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সাত সদস্যের একটি বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারক সি এস কারনানকে ওই সাজা শুনিয়েছে।
বিচারপতি কারনান সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতের ২০ জন বিচারকের বিরুদ্ধে
দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে।
তারপরেই তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার
মামলা দায়ের করে। একাধিকবার মি. কারনানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও
তিনি উপস্থিত না হওয়ায় আগেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
মঙ্গলবারের এই সাজা ঘোষণার আগের দিন সোমবার মি. কারনান এক অভূতপূর্ব
সাজা ঘোষণা করেন।
তিনি ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর সহ সুপ্রিম কোর্টের আটজন বিচারকের
পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেন, সঙ্গে এক লক্ষ টাকা করে জরিমানা। তাঁদের পাসপোর্টও
জমা রাখতে বলা হয়েছে দিল্লির পুলিশ কমিশনারের কাছে।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন