মেয়ে এবং বিয়ে সমাচার
(কবির
নাম অজানা)
মেয়ের
১৮ হয়ে গেছে? বিয়ে দিয়ে দাও এটাই তো সময়!
মেয়ের
মা নাই? বিয়ে দিয়ে দাও, মা হিসেবে শাশুড়ি পাবে।
মেয়ের
বাবা অসুস্থ? বিয়ে দিয়ে দাও, বাবা বেঁচে থাকতে বিয়ে দেখে যাক।
মেয়ে
সুন্দর? বিয়ে দিয়ে দাও, সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ।
মেয়ে
সুন্দর না? বিয়ে দিয়ে দাও, একটা গতি তোহ হবে!
মেয়ে
মোটা হয়ে যাচ্ছে? এখনই বিয়ে দাও, পরে বিয়ে হবে না কিন্ত!
মেয়ে
শুকনা? বিয়ে দাও, স্বাস্থ্য ভালো হবে আর চেহারার লাবণ্যতা আসবে।
মেয়ে
অনেক immature? বিয়ে দাও, responsible হয়ে যাবে।
মেয়ে
matured? বিয়ে দাও, সময়টা উপযুক্ত।
মেয়ে
কাজ পারে না? বিয়ে দাও না কেন, সব কাজ শিখে যাবে।
মেয়ে
এতো কাজ পারে? বাহ্, বিয়ের জন্য একদম প্রস্তুত! দিয়ে দাও বিয়ে৷
মেয়ে
অনেক জেদি? বিয়ে দিয়ে দাও, দেখবা সোজা হয়ে গেসে।
মেয়ের
অনেক ছেলে বন্ধু? এখনই বিয়ে দিয়ে দাও, মনটা স্থির হবে এক জায়গায় ।
মেয়ে
ঘুরতে পছন্দ করে? বিয়ে দাও, ঘুরুক যত ইচ্ছা জামাই এর সাথে!
মেয়ের
অনেক বিয়ের প্রস্তাব আসছে? দিয়ে দাও বিয়ে, পরে কিন্তু এতো ভালো ছেলে পাবা না।
মেয়ের
বয়স বেড়ে যাচ্ছে? বিয়ে দাও না কেন! একটা গতি হোক আর পরে বাচ্চা হবে না কিন্তু!
মেয়ে
বাসায় আসতে দেরি করে? বিয়ে দাও, জামাই যেয়ে নিয়ে আসবে..চিন্তা থাকবে না আর।
মেয়ে
fb তে অনেক ছবি দেয়? বিয়ে দাও তাড়াতাড়ি! নজর লাগবে তো মানুষ এর কখন কি হয়!
মেয়ের
bf আছে? বিয়ে দিয়ে দাও, কেলেঙ্কারি ঘটার আগেই!
মেয়ের
bf নাই? বাহ্, একদম বিয়ের জন্য পবিত্র মেয়ে, বিয়ে দাও৷
মেয়ের
result খারাপ? বিয়ে দাও তো, বিয়ের পর এসব কেউ দেখে না।
মেয়ে
অনেক ভালো student? বিয়ে দাও, পরে যোগ্য বর পাবে না!
মেয়ে
তুমি বাঁচতে চাও? তাহলে করেই ফেলো বিয়ে, কারণ মেয়ে, তোমার যে শুধু বৌ হয়ে বাঁচার
অধিকার আছে , মেয়ে হয়ে নয়৷
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন