শুটকী দেখলে গন্ধ লাগে
লঙ্কা দেখলে কাঁদি
ভর্তা ফেলে মাছ মাংসতে
ঝোলের ব্যঞ্জন রাঁধি।
কিন্তু যদি বৈশাখ আসে
কি যে মজা পাই
আলু ভর্তা, শুটকী ভর্তা
পান্তা দিয়ে খাই।
বৈশাখ এলেই খাঁটি বাঙালী
অন্য সময় নই
চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ খেয়ে
মডার্ন মাইন্ড হই।
আমরা সবাই বাঙালী ভাই
বাংলারে দেই ফাঁকি
বিদেশ ঘুরে বাংলা ভুলে
ইংরাজী নাম ডাকি।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন