গ্রামীণফোনের 'মা' অ্যাড দেখে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন?
বাংলালিংকের 'দেশ দেশ দেশ' দেখে নিজের ভিতর দেশপ্রেম জেগে উঠছে?
এয়ারটেলের 'সোনামণি যাদুমনি' দেখে নিজেকে স্মার্ট ভাবছেন?
কম
ভাবুন। সত্য হল, আপনাকে নিয়ে ভয়ংকর নোংরা ব্যবসা করে যাচ্ছে এইসব আবেগ দেখানো মোবাইল অপারেটর। আপনার পরিশ্রমের দ্বারা অর্জিত টাকা শুষে শুষে নিচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক।
ইন্টারনেট সেবার নামে মহাচুরি ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে। ভুক্তভোগী আপনি, আপনার পরিবার। অথচ আপনি কিছুই টের পাচ্ছেন না।
এক
জিবি ইন্টারনেট কিনতে কতো টাকা ফেক্সিলোডের দোকানে দিয়েছেন, মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি-
গ্রামীণফোনের গ্রাহক হলে দিয়েছেন- ২৭৪ টাকা।
বাংলালিংকের গ্রাহক দিয়েছেন- ২০৯ টাকা।
রবি ও এয়ারটেলের গ্রাহকরা দিয়েছেন যথাক্রমে ২১৩ টাকা ও ২০৯ টাকা।
টেলিটকের জন্য লেগেছে - ১৮০ টাকা।
অথচ পিলে চমকানো তথ্য হচ্ছে এক জিবি ইন্টারনেট কিনতে প্রতিটি মোবাইল অপারেটরদের লেগেছে- ২৬ পয়সা!
জি,
ঠিক দেখছেন। শুধুমাত্র ২৬ পয়সা।
২৬
পয়সা দিয়ে তারা ইন্টারনেট কিনে আমাদের কাছে বিক্রি করছে- ২৭৪ টাকা!
অর্থাৎ, ২৬ পয়সার মাল আপনি কিনছেন ২৭৪ টাকা দিয়ে!
ভয়ংকর!
ফলে সরকারীভাবে ইন্টারনেটের দাম কমলেও সুফল ভোগ করতে পারছে না বাংলাদেশের মানুষ।
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব মতে গতবছরের একটি সংবাদ থেকে জানা যায়, মোবাইল কোম্পানিগুলোর কাছে প্রায় ৫ হাজার কোটি টাকার কর পাওনা রয়েছে। অর্থাৎ, তারা টাকা শুষে নিচ্ছে বিনিময়ে পাওয়া করও দিচ্ছে না।
বর্তমানে দেশে ৬ কোটি ৩১ লাখ মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। এতো গুলো মানুষকে স্রেফ বোকা বানিয়ে পকেট কেটে যাচ্ছে সোনামণি যাদুমনি খ্যাত মোবাইল অপারেটরগুলো।
নিজেদের বোকা ভাবতে লজ্জা লাগলেও সত্য হচ্ছে আমরা বোকা। প্রতিনিয়ত বোকা বনে যাচ্ছি।
আমাদের বোকা বানিয়ে আমাদের পকেট কেটে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার করে যাচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক,রবি, এয়ারটেল, দেশীয় কোম্পানি হিসেবে আছে টেলিটক।
প্রতিবাদ হোক, জোর প্রতিবাদ হোক এই মহাচুরির বিরুদ্ধে।
যে
ফেসবুক চালাতে গিয়ে আপনাকে বোকা বানাচ্ছে দেশের মোবাইল অপারেটরগুলো সেই ফেসবুকেই তৈরি হোক তীব্র প্রতিবাদ।
মোবাইল ডাটার দাম কমাতে হবে। দামি একটাই।
দাবী আদায়ে এগিয়ে আসুন।
Rafiuzzaman
sifat
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন