অভিভাবক
মাত্রই জানেন, সন্তানদের নিয়মিত দাঁত ব্রাশ করানোর প্রয়োজনীয়তা বোঝানো কতটা কঠিন৷ শুধু
ছোটরাই কেন, বড়দের অনেকেও বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে চায় না তবে ব্রিটিশ এক ডেন্টিস্টের
মজার ভিডিও এক্ষেত্রে হয়ত মা-বাবাদের কিছুটা সহায়তা করতে পারে৷ কারণ, ভাইরাল এই ভিডিওতে
তিনি দাঁতের যত্নে প্রতিদিন দুইবার ব্রাশ করাসহ অন্য আর কী কী করা যেতে পারে, তা বলেছেন৷
উপদেশমূলক এই কথাগুলো তিনি গান গেয়ে, চোখ, মুখ নাচিয়ে এমনভাবে বলেছেন
যে, বাচ্চারা তা দেখে দারুণ মজা পাবে৷ সেক্ষেত্রে হয়ত তারা মজার এই ডেন্টিস্টের কথা মানা শুরুও করতে পারে, যেমনটা ইতিমধ্যে হয়েছে৷ হ্যাঁ, এই ভিডিও দেখে সন্তানদের দাঁতের যত্ন নেয়ার প্রতি আগ্রহ জন্মানোর কথা অনেক বাবা-মা জানিয়েছেন ডা: মিলাদ শাদ্রুহকে, যিনি ‘সিংগিং ডেন্টিস্ট' নামে পরিচিত হয়ে উঠেছেন৷
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন