আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২০ হাজার কোটি
টাকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার (২৬ ফেব্রুয়ারি)
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ
কথা জানান তিনি। আলোচনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ
গ্রুপ (ইআরজি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং বাংলাদেশ
অর্থনীতি সমিতি। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের আকার
হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। এ বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব
দেওয়া হবে।
তাছাড়া মোট অভ্যন্তরীণ উৎপাদন বা সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন
(জিডিপি) প্রবৃদ্ধির হার এ অর্থ-বছরে ৭ দশমিক ২ ছাড়াবে বলে মন্ত্রী আশা করেন। এছাড়াও
অনলাইলে ভ্যাট আইন এ বছরেই বাস্তবায়ন করা হবে বলেও জানান। জানা যায়, আজ থেকে আগামী
আড়াই মাস সংসদীয় স্থায়ী কমিটি, অর্থনীতিবীদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, পেশাজীবী,
এনজিও ব্যক্তিত্ত্ব, বিভিন্ন মন্ত্রণালয় ও
বিভাগের সচিব এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করা হবে। এদিকে
আগামী বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিতের একাদশ বাজেট।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন