‘‘আমি দেশের দক্ষিণ
সীমান্তে একটি সুবিশাল দেয়াল তুলব; অন্য কেউ আমার মতো ভালো দেয়াল বানাতে পারে না৷ আর
আমি মেক্সিকোকে দিয়ে এই দেয়াল তৈরির দাম দেওয়াব’’, নির্বাচনি প্রচার অভিযানে বলেছিলেন
ট্রাম্প৷ এযাবৎ তিনি বিশেষ করে বহুতল ভবন আর হোটেল বানিয়েছেন৷ সীমান্তে প্রাকার তাঁর
দশ-দফা অভিবাসন নীতির প্রথম দফা৷
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করেন বুধবার৷ দাবি তোলেন, দেয়াল নির্মাণের
অর্থ মেক্সিকোকেই দিতে হবে৷
যুক্তরাষ্ট্র
ও মেক্সিকোর মধ্যে সীমান্তের দৈর্ঘ্য ৩,২০০ কিলোমিটার, তার মধ্যে ১,১০০ কিলোমিটার পথ
জুড়ে ইতিমধ্যেই বেড়া তৈরি হয়েছে৷ যুক্তরাষ্ট্রের চারটি ও মেক্সিকোর ছয়টি প্রদেশ এই
সীমান্ত বরাবর৷ মরুভূমি থেকে শুরু করে মহানগরীর মধ্যে দিয়ে গিয়েছে সেই সীমান্ত৷ এলাকাটি
দুর্গম বলে মার্কিন নিউ মেক্সিকো রাজ্যে সীমান্তের একটি ক্ষুদ্র অংশ খোলা রাখা হয়েছে৷
অন্য অনেক জায়গায় সশস্ত্র মান্তরক্ষীরা টহল দিচ্ছে৷
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন