নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে নারীকে এসিড নিক্ষে


নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিনা আক্তার (১৭) নামে এক নারীর মুখে এসিড নিক্ষেপ করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে। রিনা উপজেলার কৈলাটি ইউনিয়নের মণ্ডলেরগাতি গ্রামের আরব আলীর কন্যা। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ একই ইউনিয়নের কালাচানের পুত্র সোহেলকে (২২) আটক করেছে।জানা গেছে, মধ্যরাতে রিনার বাসার টিনের বেড়ার ফাঁক দিয়ে  ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে তার মুখে এসিড দেয়। এ বিষয়ে, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানায়, বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিনার মুখে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কলমাকান্দা থানায় রিনার পিতা আরব আলী বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মন্তব্যসমূহ