গাজীপুর জেলায় টঙ্গীতে ০২ ডিসেম্বর ২০১৬ ইং রোজ শুক্রবার স্টেশন রোড, পূবাইল রোড, ময়মনসিংহ রোড সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০১৬ উপলক্ষ্যে বিশাল এক র্যালী। র্যালী অংশগ্রহণ করেন শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় ব্যক্তিবর্গ। র্যালী শেষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। যৌথ আয়োজনে ন্যাশনাল ফেলোশীপ ফর দি এডভান্সমেন্ট অব ভিজুয়্যালী হ্যান্ডিক্যাপড (এন. এফ. এ. ভি. এইচ), দিশারী, আলাপ, ই.এস.ডি.ও, বাপুস ও পল্লী বন্ধন।
সভায় রক্তব্য রাখেন- এন.এফ.এ.ভি.এইচ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত, হত দরিদ্র, অবহেলিত জনগোষ্ঠির, নিরন্ন, অসহায়, মানব কল্যাণে দীর্ঘদিন যাবত কাজ করছেন এবং আগামীতে সমাজ কল্যাণমূলক কাজে অব্যাহত থাকবেন বলে আশাবাদী। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস এর মাধ্যমে জনগণের ব্যপক সচেতনতা ও মনবল জোরদার হচ্ছে। অত্র ফাউন্ডেশন জনগনের সার্বিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এই ফাউন্ডেশনের কাজ বাংলার ভূমিতে এক দৃষ্টান্তমূলক ইতিহাস গড়বে, যাহা যুগ যুগ ধরে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর অনুসরনে দূর্বলের প্রতি সবলের মানবিক সহানুভূতি থাকবে। দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জনাব মতউর রহমান, নির্বাহী পরিচালক- দিশারী, জনাব আব্দুল জলিল, নির্বাহী পরিচালক-বাপুস, জনাব আব্দুল আলিম, নির্বাহী পরিচালক-ই.এস.ডি.ও, জনাবা খাদিজা বেগম, প্রতিনিধি- আলাপ, জনাব মজিবুর রহমান, নির্বাহী পরিচালক-পল্লী বন্ধন প্রমুখ।
সভায় রক্তব্য রাখেন- এন.এফ.এ.ভি.এইচ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত, হত দরিদ্র, অবহেলিত জনগোষ্ঠির, নিরন্ন, অসহায়, মানব কল্যাণে দীর্ঘদিন যাবত কাজ করছেন এবং আগামীতে সমাজ কল্যাণমূলক কাজে অব্যাহত থাকবেন বলে আশাবাদী। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস এর মাধ্যমে জনগণের ব্যপক সচেতনতা ও মনবল জোরদার হচ্ছে। অত্র ফাউন্ডেশন জনগনের সার্বিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এই ফাউন্ডেশনের কাজ বাংলার ভূমিতে এক দৃষ্টান্তমূলক ইতিহাস গড়বে, যাহা যুগ যুগ ধরে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর অনুসরনে দূর্বলের প্রতি সবলের মানবিক সহানুভূতি থাকবে। দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জনাব মতউর রহমান, নির্বাহী পরিচালক- দিশারী, জনাব আব্দুল জলিল, নির্বাহী পরিচালক-বাপুস, জনাব আব্দুল আলিম, নির্বাহী পরিচালক-ই.এস.ডি.ও, জনাবা খাদিজা বেগম, প্রতিনিধি- আলাপ, জনাব মজিবুর রহমান, নির্বাহী পরিচালক-পল্লী বন্ধন প্রমুখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন