জামাতে অংশ নেওয়া দুজনের ভাষ্য, সকাল আটটায় ঈদের জামাত শুরু হওয়ার কথা। এ সময় প্রথম সারিতে বসা নিয়ে ডহর শেখহাটি গ্রামের মহিদ মোড়লের সমর্থক ইকবাল মোড়লের সঙ্গে নবীজ উদদীন মোড়লের সমর্থক আকবর মোড়লের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত লোকজনের মধ্যে মহিদ মোড়লের সমর্থক বাকা মোড়ল (৩০), ইকবাল মোড়ল (৩২) ও জালাল মোড়লকে (২৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আকবর মোড়ল (৩৫), শহীদ মোড়ল (৩৮), এখলাছ মোড়ল (৩৯), ইউনুস মোড়ল (৪০) ও সাব্বির মোড়লকে (২৪) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন