সকাল থেকে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত


সকাল থেকেই রাজধানীতে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই নগরবাসীকে যেতে হয়েছে ঈদের নামাজে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই চলছে কোরবানির পশু জবাইয়ের কাজ।
 
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত সুষ্ঠুভাবে শেষ হয়েছে। রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ এই নামাজে অংশ নিয়ে দেশবাসীর কল‌্যাণে মোনাজাতে হাত তুলেছেন। মোনাজাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করেছেন।

 
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পাঁচটি জামাত হবে। বেশিরভাগ এলাকার মসজিদগুলোতে  বৃষ্টির কারণে দ্বিতীয় ঈদ জামাত হয়েছে।
 
জাতীয় ঈদগাহে নামাজ ঠিকভাবে হলেও ঢাকার বিভিন্ন স্থানে নির্ধারিত খোলায় ময়দানে নামাজ হতে পারেনি বৃষ্টির কারণে। মসজিদগুলোতে ঈদ জামাত সরিয়ে নেয়া হয়। ঢাকার বাইরেও কয়েকটি স্থানে ঈদের আনন্দে বৃষ্টির বাগড়া দেওয়ার খবর এসেছে।

মন্তব্যসমূহ