দিনাজপুরে দৃষ্টি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্রসংস্থান এর জন্য আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠান।
গত
৩০-০৮-২০১৬ ইং তারিখে উত্তরন প্রতিবন্ধী সংস্থা দিনাজপুর ও ভিউ ফাউন্ডেশন এর
আর্থিক সহযগিতায় ২০ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে খুদ্র ব্যাবসা প্রশিক্ষণ শেষে আত্মকর্রসংস্থান
এর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে
প্রতিবন্ধী ব্যক্তিদের খুদ্র ব্যবসা প্রশিক্ষণ প্রদানের পর আর্থিক সহায়তা প্রদানের
মাধ্যমে আত্মকর্রসংস্থানের সুযোগ সৃষ্টি
করেদেয়ার জন্যে উত্তরন প্রতিবন্ধী সংস্থা এবং ভিউ ফাউন্ডেশন ঢাকা এর প্রশংসা করেন।
এবং তিনি প্রতিবন্ধী ব্যাক্তিদের খুদ্র ব্যবসা প্রশিক্ষণ সেন্টারের জন্যে উত্তরণ
প্রতিবন্ধী সংস্থা এবং ভিউ ফাউন্ডেশনকে ৬ শতাংশ সরকারী জমি বরাদ্দের
প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে ২০ জন প্রতিবন্ধী নারী ও পরুষের মাঝে মোট একলক্ষ
সউত্তর(১৭০০০০০) হাজার টাকা এককালিন আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন