নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ে নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ।

বিকাল তিনটার দিকে বিশনন্দী মধ্যপাড়া এলাকার রিপন মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে গোপালদী পৌরসভার রামচন্দ্রদীর আলী মিয়ার ছেলে দুলাল মিয়ার বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় বিশনন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরজু হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে কনেকে অপহরণের চেষ্টা চালায়।
এ সময় কনে ও বরপক্ষ মিলে বাধা দিলে হামলাকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় হামলাকারীরা ২০/২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা বরপক্ষের অতিথি গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদারকে একঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং তার গাড়িসহ বরযাত্রীদের পাঁচটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এ সময় চার পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন।

মন্তব্যসমূহ