শেখ মুজিবুর রহমান শুধু একটা নাম নয়, তিনি স্বাধীনতারও প্রতীক।

শেখ মুজিবুর রহমান শুধু একটা নাম নয়, তিনি স্বাধীনতারও প্রতীক। তার দূরদর্শী চিন্তা এই দেশের মানুষকে এনে দিয়েছিল স্বাধীনতার স্বাদ। হয়তো তিনি না জন্মালে এই ভূখণ্ডের মানুষ পেত না স্বাধীনতার লাল সূর্য্য। অথচ এই মানুষটিকে ১৯৭৫ সালের ১৬ই আগষ্ট শিকার হতে হয়েছিল নির্মম হত্যাকাণ্ডের। সন্ত্রাসীরা তাকে সহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল। 







যা ছিল ইতিহাসের নির্মম এবং মর্মান্তিক হত্যাকাণ্ড। সেই দিন অনেকেই পারতো এমন হত্যাযজ্ঞ বন্ধ করতে কিন্তু তারা এগিয়ে আসেনি। তাই তাদের বলা যায় ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক।

আজ বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করা হয়। কিন্তু তিনি তো রাজনীতির অনেক উদ্ধে। তাকে নিয়ে কেন রাজনীতি হবে? তিনি সারা জীবন রাজনীতি করেছে দেশ ও মানুষের কল্যানের জন্য। অথচ আজ তাকে নিয়েই রাজনীতি হয়। যার ফল আমরা আনাচে কানাচেই দেখতে পাই। তাকে নিয়ে এই সব অপরাজনীতি বন্ধ হওয়া উচিত।
আজকে দেখলাম একটা পেজে লেখা হয়েছে শেখ মুজিব বাংলার নবী। এমন ঐদ্ধার্তপূর্ন কথা কেন বলা হয় জানি না। তবে তাকে এইভাবে মানুষের সামনে বিতর্কিতভাবে উপস্থাপন করা ঠিক হচ্ছে না।

মন্তব্যসমূহ