ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বৃহস্পতিবার অর্থনীতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে যাওয়ার পথে এক ভিক্ষুককে দেখে থামেন প্রধানমন্ত্রী।


ওই ভিক্ষুকের সঙ্গে হাত মিলিয়ে তার কফি কাপে অস্ট্রেলীয় পাঁচ ডলার দেন। আর তাতেই বিপত্তি ঘটে!




সমালোচকদের তীব্র বাক্যবাণে জর্জরিত হন তিনি। তবে এটাকে উদারতা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। ভিক্ষুকের কাপে ডলার গুঁজে রাখার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ শুক্রবার তা আলোচনার খোরাক জোগায়। লোকজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করছিলেন। কেউ কেউ টার্নবুলকে কৃপণ স্বভাবের উল্লেখ করে বলেছেন, তাঁর মতো সম্পদশালী ব্যক্তির পকেটে নোটের স্তূপ থেকে বেরোল মাত্র পাঁচ ডলার। অন্যদিকে এভাবে অর্থ দেওয়ার জন্যও সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী। মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট দোয়েল বলেছেন, ভিক্ষুকদের এভাবে অর্থ দিলে তা তাদের ড্রাগ আসক্তি বাড়িয়ে তুলবে। দারিদ্র্যকে আরও সুদৃঢ় করবে। ভিক্ষুকদের এভাবে অর্থ দেওয়ার বদলে দান করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।

মন্তব্যসমূহ