যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ধনকুবের জন কাসসিমাতিডেস আইসক্রিম
চোরের যন্ত্রণায় অতিষ্ঠ। বাধ্য হয়ে চোরের তথ্য পেতে পুরস্কার ঘোষণা করেছেন।
টুইটারে লিখেছেন, চোরের খবর দিলে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুদি ব্যবসায়ী এই ধনকুবের একসময় মেয়র
পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে বলেন, ছোট দোকানে
বিক্রির জন্য চোরের দল কার্টন কার্টন আইসক্রিম চুরি করছে।
উদাহরণ দিতে গিয়ে বলেন, চলতি সপ্তাহের শুরুর দিকে ম্যানহাটনের উপকণ্ঠ চেলসিয়াতে তাঁর একটি স্টোরে চুরির ঘটনা মোবাইল ফোন ক্যামেরায় ধরা পড়ে। ওই সময় দুজন নারী-পুরুষ আইসক্রিমের ৮০টি বাক্স ঝোলায় পুরে দৌড়ে চম্পট দেয়
উদাহরণ দিতে গিয়ে বলেন, চলতি সপ্তাহের শুরুর দিকে ম্যানহাটনের উপকণ্ঠ চেলসিয়াতে তাঁর একটি স্টোরে চুরির ঘটনা মোবাইল ফোন ক্যামেরায় ধরা পড়ে। ওই সময় দুজন নারী-পুরুষ আইসক্রিমের ৮০টি বাক্স ঝোলায় পুরে দৌড়ে চম্পট দেয়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন