জাপানের
প্রতিবন্ধী কেন্দ্রে ছুরিকাঘাতে ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।
হত্যা কারী ঘাতক সাতোশি উয়েমাতসু (২৬) র দৃষ্টান্তমূলক বিচার চাই। পাশাপাশি নিহতদের
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং নিহতদের বিদেহী আত্মার শান্তি ও পরলৌলকক
কল্যাণ কামনা করছি।
বাংলাদেশের
প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে
ন্যাশনাল
কোয়ালিশন ফর ডিজেবলড পিপলস সোসাইটির (এন.সি.ডি.পি. এস) এর
মোঃ
জাহাঙ্গীর আলম
চেয়ারম্যান,
(এন.সি.ডি.পি. এস)
ইদ্রিস
আলী
মহাসচিব, (এন.সি.ডি.পি.
এস)তারিখ : ০২-০৮-২০১৬ইং
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন