চেক করুন, আপনার NID ব্যবহার করে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা

আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যাবহার করে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা এখনি চেক করে নিন।
আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা এভাবে যাচাই করুন।
বাংলালিংক : *1600*2# ডায়াল করুন
রবি : *1600*3# ডায়াল করুন
এয়ারটেল : *121*444#
গ্রামীণফোন,টেলিটক, সিটিসেল আমাদের জানামতে এখনো চালু করেনি তবে ৭ তারিখের মধ্যে আশা করি চালু হয়ে যাবে।

মন্তব্যসমূহ