রাজশাহীর চারঘাটে অতিরিক্ত মদপানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পুলিশ একাডেমির সুইপার কলোনীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনীর জহর লাল (৫৫), গোধুনী রানী (৭০), অনিল (৫৫), গোর শহরপুরের মাহাতাব উদ্দিন (৫৫) ও মুক্তারপুরেরর হেলাল উদ্দিন (৫৬)। পুলিশ জানায়, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিহতদের শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনিলের মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে ঘরে রাখা হয়েছে। আর মাহাতাব উদ্দিনকে দাফন করা হয়েছে এবং অন্যদের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
মন্তব্য
cỏ gạc nai có tác dụng gì
vận chuyển gửi hàng đi liban
chuyên đặt hàng ở korea về hà nội
ship bửu phẩm tới liban
ship gửi hàng sang liban
vận chuyển gửi hàng đi Oman
ship nhanh đi Đông Timor
একটি মন্তব্য পোস্ট করুন