ঈদে স্থলপথে
ঘরমুখো যাত্রীদের বাড়ি ফেরার সময় যানজট সমস্যা যেনো একটি নিয়মে পরিণত হয়েছে।
প্রতিবার ঈদের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরও কমছে না এই অঞ্চলের ঈদের
সময়ের যানজট সমস্যা। প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে প্রতিটি পয়েন্ট। যাত্রী
নেওয়ার জন্যেও কোনো গাড়ি থামতে দেওয়া হচ্ছেনা। এজন্যেই গাড়ির চালকরা যেখানে
সেখানে গাড়ি থামিয়ে যাত্রী বোঝাই করছেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
এছাড়া কিছু দূর্ঘটনা যানজট সমস্যা অারো বাড়িয়ে দিয়েছে। তাছাড়া, ঈদের সময় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রাস্তায়
বিপুল সংখ্যক কমগতির ট্রাক চলার কারণে যানজট তীব্র অাকার ধারন করছে। ঈদে বাড়ি ফেরার জন্য রীতিমতো সবাই এক প্রকার যুদ্ধের ময়দানে
নেমে পরেছেন। তবে অার যাই হোক, অতি কষ্টের পর কোনো কিছু প্রাপ্তি হলে তার
অানন্দ থাকে যেনো সীমাহীন । এরই নাম যেনো ঈদ.!
মন্তব্যসমূহ
ship gửi hàng sang Armenia
ship bưu phẩm sang Armenia
ship bưu phẩm sang Armenia
Dịch vụ ship bưu phẩm sang Armenia
Ship Hàng Hóa Sang Armenia
thương truật
একটি মন্তব্য পোস্ট করুন