
মিসবাহ-উল হকই পথ দেখালেন। ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলতে নেমেই শুধু দুর্দান্ত সেঞ্চুরি কিংবা ২০ বছর পর লর্ডসে স্মরণীয় এক জয় দিয়ে নয়; মিসবাহ পথ দেখিয়েছেন উদ্যাপনটাও কীভাবে করতে হয়। ইংল্যান্ডের শেষ উইকেট পড়ার পরপরই পাকিস্তান দল উল্লাসে ফেটে পড়ল।
এরপর দেখা গেল সেই উদ্যাপন, ক্রিকেট মাঠ যেটা দেখেনি আগে। মিসবাহর নেতৃত্বে সম্মিলিত সামরিক স্যালুট আর গণবুক ডন! প্রথম ইনিংসে সেঞ্চুরির পর মিসবাহ যেটি একাই করেছিলেন নিতান্তই মজা করে, এবার সেটাই যেন হয়ে গেল পাকিস্তান দলের ঐক্যের আরেক প্রতীক
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন