লাইলাতুল কদর

হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর
আল্লাহ্‌ আকবর, আল্লাহ্‌ আকবর।
খোদার তরফ থেকে এলো বড়ই খুশ খবর
আল্লাহ্‌ আকবর, আল্লাহ্‌ আকবর।



আল্লাহ্‌ পাকের দেখ বড়ই মেহেরবানী
তারেই শ্রেষ্ঠ বানী পবিত্র কোরানখানি,
পাঠাইছিলেন কদর রাতে নবীজীর(সঃ) উপর
আল্লাহ্‌ আকবর, আল্লাহ্‌ আকবর।

বলেছেন কোরআনে সূরা কদরে
প্রতিটি আমল দিবেন সত্তরটি করে,
আমল যদি কর বান্দা ভয় নাই পরকাল
আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

মন্তব্যসমূহ