আমি একজন শারিরীক প্রতিবন্ধী। লেখাপড়ায় এমবিএ
(পাশ), বর্তমান পেশায় ভয়েচ অব বাংলাদেশ পত্রিকার নিয়মিত সাংবাদিক এবং টঙ্গী থানা ব্যুারো
চীফ, শত ব্যস্ততার মাঝেও কাজের ব্যাপারে আমাকে
অনেক জায়গায় যেতে হয়। বিভিন্ন পেশার মানুষ আমাকে প্রচুর সম্মান করেন এবং ভালবাসেন।
আমি আমার কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই। আমি আামার দেশ ও জাতির জন্য কাজ করতে
চাই। বিশেষ করে দেশের মানুষের কাছে আমি বেশি বেশি দোয়া চাই। সাংবাদিক হল জাতির বিবেক।
শহীদের রক্তের মত পবিত্র কলমের কালি দিয়ে এই দেশকে সামনে এগিয়ে নেবার জন্য আসুন এক
সঙ্গে কাজ করি। মানুষের শুধু খারাপ দিক না লিখে ভাল দিকটা তুলে ধরি, তাহলে সকলের কল্যাণ
হবে বলে আমার ধারণা। মিথ্যা ও খারাপ কে না বলুন, সত্য ও ভালকে হাঁ বলুন। ভয়েচ অব বাংলাদেশকে
স্বাগত জানাই। আমার দেশ, আমার পত্রিকা ধন্যবাদ।
সোহরাব হোসেন সোহেল,
টঙ্গী থানা ব্যুারো চীফ,
ভয়েচ অব বাংলাদেশ
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন