কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬
 নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের
সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত।
কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী-প্রিজাইডিং অফিসারদের সাথে শনিবার যশোর জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও যশোর জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা নির্বাচন অফিসার জিয়া উদ্দীন খলিফা প্রমুখ। সভায় আসন্ন আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে যশোর জেলা প্রশাসন নিশ্চয়তা প্রদান করেন।

মন্তব্যসমূহ