গত সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জোড়া খুনের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-১ সূত্র জানায়, জোড়া খুন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টঙ্গী এলাকার কামরুজ্জামান। তার সহযোগী ইয়াছিন, ইকবাল, হীরা, মোবারক, নাজমুল, সাগর, কাজল এতে অংশ নেন। কামরুজ্জামান নিহত শরীফ হোসেনের কাছে মাদক বিক্রির বকেয়া দেড় লাখ টাকা পেতেন। শরীফ বকেয়া টাকা দিতে চাচ্ছিলেন না। এর জের হিসাবে শরীফকে শনিবার রাতে খুন করেন কামরুজ্জামান ও তাঁর সহযোগীরা।
খুনের ঘটনা দেখে দৌড়ে পালানোর সময় জুম্মন নামে শরীফের এক সহযোগীকে কুপিয়ে হত্যা করা হয়। গত সোমাবারের গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজল মিয়া ও মর্জিনা আক্তার। র্যাব-১ সূত্র জানায়, র্যাব-১ এর একটি দল রাত সাড়ে ১১টার দিকে এরশাদনগরে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে কাজল মিয়াকে গ্রেপ্তার করে। কাজলের বরাতে।
খুনের ঘটনা দেখে দৌড়ে পালানোর সময় জুম্মন নামে শরীফের এক সহযোগীকে কুপিয়ে হত্যা করা হয়। গত সোমাবারের গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজল মিয়া ও মর্জিনা আক্তার। র্যাব-১ সূত্র জানায়, র্যাব-১ এর একটি দল রাত সাড়ে ১১টার দিকে এরশাদনগরে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে কাজল মিয়াকে গ্রেপ্তার করে। কাজলের বরাতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন