পেশাদার ফুটবল লিগের সাদামাটা চেহারাটা তাহলে এবার একটু ‘রঙিন’ হচ্ছে! বাফুফের শীর্ষ কর্মকর্তাদের কথাবার্তায় অন্তত তেমনই আশাবাদ। আশার ভিত্তিটা গড়ছে সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে ১৫ বছরের স্বত্ব কিনেছে বাফুফের কাছ থেকে। এখন তারা আগামী পাঁচ বছরের জন্য পেশাদার লিগের স্বত্বও নিচ্ছে।সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন কাল সে রকমই বললেন, ‘আমরা পাঁচ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগটাও নিচ্ছি। এই লিগটাকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সবই আমরা করব।’আশা করছি, শিগগিরই বাফুফের সঙ্গে কাগজ-কলমে চুক্তি হয়ে যাবে।’
জানা গেছে, প্রিমিয়ার লিগের স্বত্ব বাবদ প্রতিবছর সাইফ পাওয়ারটেক পাঁচ কোটি টাকা দেবে বাফুফেকে। গতবার ‘মান্যবরের’ কাছে মাত্র এক কোটি টাকায় লিগের স্পনসরশিপ বিক্রি ছিল বাফুফের ব্যর্থতা, এবার এক লাফে পাঁচ কোটি হওয়া মানে বড় অগ্রগতিই। তবে বছর বছর টাকার অঙ্ক একটু বাড়তে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন