
আবেদনের জন্য গুরুত্বপূর্ন বিষয়ঃ
* আবেদনের সময়সীমা ( ২৬ মে থেকে ০৯ জুন) পর্যন্ত।
* এবার ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী এক আবেদনই ১০ টি কলেজের নাম পছন্দক্রম দিতে পারবে। ( যেটি গত বছর ছিলো ০৫ টি)।
* এবারও আবেদন করা যাবে, অনলাইন ও মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে।
* আবেদনের ঠিকানা www.xiclassadmission.gov.bd এই ঠিকানায়।
* অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং মুঠোফোনে ক্ষুদে বার্তার জন্য ১২০ টাকা ফি দিতে হবে।
* ১৬ জুন ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে।
* ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। (কিন্তু বিলম্ব ফি দিয়ে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে)।
* ক্লাস শুরু হবে ১০ ই জুলাই থেকে।
* ভর্তির জন্য এবারও কোনো বাছাই পরীক্ষা হবে না।
* এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ভর্তি করা হবে কিন্তু এ ক্ষেত্রে যদি কারও জিপিএ (ফল) সমান হয়, তাহলে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম ঠিক করা হবে।
* নীতিমালা অনুযায়ী ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। আর বাকি ১১ শতাংশ কোটার জন্য সংরক্ষিত।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন