লন্ডনের প্রথম মুসলিম মেয়ের হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক খান

লন্ডনের প্রথম মুসলিম মেয়ের হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক খান।  সাদিক খানের নির্বাচিত হওয়াকে লেবার পার্টির বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর- বিবিসির। সাদিক খান ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি প্রার্থী জাক গোল্ডস্মিথকে তিন লাখ ১৫ হাজার ৫২৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
এর আগে স্কটল্যান্ডে টোরিদের কাছে পরাজিত হয়ে তৃতীয় স্থানে চলে গিয়েছিল লেবার পার্টি। পাকিস্তানি বাস ড্রাইভারের আট সন্তানের একজন সাদিক খানের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ লন্ডনে। ভাইবোনদের মাঝে পঞ্চম সাদিক সাউথ লন্ডনের টুটিং এলাকায় বেড়ে উঠেন।

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
http://www.educationboardresults.gov.bd/lite/index.php

SSC result