নতুন একটা চাকুরী পেয়েছি সবাই দোয়া করবেন, চাকরি হলে সবাই শুধু খেতে চায় ! কেউ নিজ থেকে খাওয়ায় না

শুক্রবার দিনটা যে এতো ছোট আর এতো দ্রুত চলে যায় চাকরি না করলে কখনো বুজতাম না !মাসের শেষে যে পকেট খালি হয়ে যায় সেই উপলব্দিও কখনো হতো না চাকরি না করলে ! বসের বকাবকি যে স্কুলের স্যারের কেরাত বেতের চেয়ে মধুর তা ও কখনো বুজা হতো না ! আমি যে এতো ভদ্র তা কখনো জানা হতো না ! জ্বি স্যার, জ্বি স্যার বলে শ্রদ্ধায় টাকার কাছে আমিও নুয়ে পড়তে পারি জানা ছিলো না ! গত দশ বছর যে আমি এগারোটার আগে সচারচর ঘুম থেকে উঠতাম না সে আমার এখন ভোরে ঘুম থেকে উঠা মিস হয় না তা ও চরম বিস্ময় !কলিগ'রা কখনো বন্ধু হতে পারে না সেই অনুভূতি কখনো হতো না ! গর্তে পড়লে তারা নিজের পিঠ বাঁচিয়ে সাইড নেয় ! চাকরি হলে সবাই শুধু খেতে চায় ! কেউ নিজ থেকে খাওয়ায় না ! চাকরি হলে সবচেয়ে বেশী 'বউ'য়ের প্রয়োজন বেশী দেখা দেয় !

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
চাকরি হলে সবাই শুধু খেতে চায় ! কেউ নিজ থেকে খাওয়ায় না ha ha ha
Unknown বলেছেন…
চাকরি হলে সবচেয়ে বেশী 'বউ'য়ের প্রয়োজন বেশী দেখা দেয় ! ahhare