ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা
এলাকা থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষকে বরণ করতে প্রতিবারই এ আয়োজন
করা হয়।. ছায়ানটের বর্ষবরণে মানবতার ডাক, নতুন দিনের সূর্য উঠেছে। বাংলা দিনপঞ্জিকায়
আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৪২৩ সনের দিন গণনা। স্বাগত বাংলা নববর্ষ। ঐতিহ্য অনুযায়ী
আজ ভোরে রমনার বটমূলে নতুন সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে সোচ্চারের আহ্বান, জঙ্গিবাদ,
সাম্প্রদায়িক উগ্রবাদ, সন্ত্রাসের মতো জঞ্জাল দূর করার প্রত্যয় নিয়ে বাংলা নববর্ষের
প্রথম দিন পয়লা বৈশাখে , বাঙালিদের ‘শুভ নববর্ষ’ জানালেন কেরি, পয়লা বৈশাখ একটা সাংস্কৃতিক বিপ্লব, পয়লা বৈশাখ
একটা সাংস্কৃতিক বিপ্লব, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীরা। নববর্ষকে
বরণ করতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সেজেছে আলপনার সাজে। নববর্ষ
বরণে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা।থাইল্যান্ডে বর্ষবরণের উৎসব থাইল্যান্ডে
বর্ষবরণের উৎসবআজ পয়লা বৈশাখ। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেলে থাকছে নানা অনুষ্ঠান।
এর মধ্য থেকে বাছাই কিছু দেওয়া হলো , বৈশাখে সরব চট্টগ্রামের অর্থনীতি, প্রচণ্ড দাবদাহ
চলছে। এর মধ্যেই বর্ষবরণ উৎসব। এই গরম ও রোদেও অবশ্য পয়লা বৈশাখের উৎসবে অংশ নিতে অনেকে
বাইরে যাবেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন