লক্ষীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে দুই বোনকে রাতভর গণধর্ষণ, টাঙ্গাইলে চলন্ত বাসে দলবেঁধে ধর্ষণ। দেশটা যাচ্ছে কোন দিকে? আর শারমিনরা যাচ্ছে এগিয়ে
তনু আর কৃষ্ঞকলির ঘটনার কোন ক্ল পাওয়া গেল না। এদিকে আবার লক্ষীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে দুই বোনকে রাতভর গণধর্ষণ, টাঙ্গাইলে চলন্ত বাসে দলবেঁধে ধর্ষণ। দেশটা যাচ্ছে কোন দিকে?
শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে
একটি বাসে এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। শুক্রবার ধনবাড়ী থেকে ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা
ঘটে বলে জানান টাঙ্গাইলে থানার ওসি মো. মজিবর রহমান। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুই
কিশোরী বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার দুপুরে
কমলনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
অন্যদিকে এই হতভাগা দেশের এক উদ্যমী মেয়ে শারমিন
সুলতানা, সংগ্রামী এই ১৫ বছরের কিশোরীর বাবা অসুস্থ থাকায় সংসারের হাল ধরতে ব্যাটারী
চালিত অটোগাড়ির হ্যান্ডল হাতে তুলে নেয়, শারমিন সুলতানার সংগ্রামী জীবনযুদ্ধের প্রতি
রইলো শ্রদ্ধা ও শুভেচ্ছা। শারমিন, তুমি নারী
জাতির অহংকার, আর কাপুরুষ ধর্ষকদের প্রতি রইল ঘৃণা
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন