বরাবরের মতো আমরা নতুন বছরকে
বরণ করছি অনেক আশাবাদ নিয়ে—আমাদের আশাবাদের কেন্দ্রে দেশ ও মানুষ, সমাজ ও পরিবার।১৪২২
সালে আমাদের অর্থনীতি অনেক শক্তি সঞ্চয় করেছে, আমাদের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬
ডলারে দাঁড়িয়েছে, আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর অতিক্রম করেছে, আমাদের কৃষিতে উৎপাদন
বেড়েছে। প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশে নগরায়ণ যেখানে বাড়ছে ঝড়ের গতিতে, কৃষিজমি
খেয়ে নিচ্ছে ইট আর কংক্রিট, সেখানে কৃষিতে উৎপাদন বৃদ্ধি যেন একটা দৈবের ঘটনা। কিন্তু
আমাদের কৃষকেরা কঠোর পরিশ্রম করে মানুষকে তিন বেলা খাইয়ে রপ্তানির জন্যও ফসল ফলাচ্ছেন।এসবই
সম্ভব। একাত্তরে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। এখন কেন পারব না?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন