T20 world cup এ বাংলাদেশ ম্যাচ সময়সুচি


প্রথমপর্ব শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ থেকে। আগামী বুধবার সুপার টেনের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব-তামিমরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে এই ‍দুই দল। পরের ম্যাচটি ২২ মার্চ। বেঙ্গালুরুতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
২৫ তারিখে একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দুই ফাইনালিস্টের লড়াই এটি। এই দুই দলের লড়াইটা গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর থেকেই জমজমাট হয়ে উঠেছে।
সুপার টেনের দুটি ম্যাচ বেঙ্গালুরতে খেলে আবার কলকাতায় ফিরবে টাইগাররা। সেখানে সুপার টেনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজরা। ২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ওয়ানডে স্ট্যাটাস পায় বাংলাদেশ। ২০০০ সালে পায় টেস্ট স্ট্যাটাস। এরপর ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি শুরু হওয়ার পর, বাংলাদেশ ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলা শুরু করে। এতো বছর ক্রিকেটের সঙ্গে থাকা দলটি এখন পর্যন্ত ইডেনে খেলার সুযোগ পায়নি। ১৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইডেনে অভিষেক হচ্ছে বাংলাদেশের।

মন্তব্যসমূহ

leon বলেছেন…
২৫ তারিখে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
Sadek Ali বলেছেন…
বাংলাদেশ ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলা শুরু করে।