কলেজছাত্রী সোহাগী জাহান
তনুর ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রোডমার্চ কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শনিবার বিকালে শাহবাগের জাদুঘরে সামনে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এই
কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।রবিবার সকাল ৮টায়
ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে এই রোডমার্চ শুরু হবে।
ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা জানতে
পেরেছি, নানা মহল থেকে কুমিল্লার প্রতিবাদী জনগণকে বাধা দেওয়া হচ্ছে। তাই
আমরা রবিবার সকাল ৮টায় তনু হত্যার বিচারের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বর
থেকে রোডমার্চ নিয়ে কুমিল্লা অভিমুখে রওয়ানা হচ্ছি।’
পথে নানা জায়গায় পথসভা ও জনসমর্থন তৈরি
করা হবে বলে জানান আয়োজকরা। গত ২০ মার্চ রাতে ময়নামতির অলিপুরে কুমিল্লা
সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী
তনুকে হত্যা করা হয়। খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন