কথা হচ্ছে এক উকিল এবং তার এক মক্কের সাথে ঃ
উকিলঃ বলুন আপনার জন্য আমি করতে পারি?
মক্কেলঃ উকিল সাহেব, আমার এক প্রতিবেশীর নিকট ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পাই। কদিন আগেই সে আমার নিকট থেকে ধার নিয়েছিলেন। কিন্তু ফেরত দিচ্ছে না। আমি এখন কি করতে পারি?
উকিলঃ আপনি যে তার কাছে টাকা পান তার কোন প্রমান আছে?
মক্কেলঃ না তো।
উকিলঃ ঠিক আছে। আপনি তাকে একটা চিঠ পাঠান। চিঠিতে লিখুন, ' যে আপনার কাছে আমি যে এক লাখ টাকা পাই, সেটা জলদি ফেরত দিন।'
মক্কেলঃ তাতে কি কোনো লাভ হবে? আমি তো এক লাখ না, ৫০ হাজার টাকা পাই। সে চিঠির উত্তরে সেটাই লিখবে।
উকিলঃ ব্যস, সেটাইতো চাই। এটাইতো প্রমান যা আপনার হাতে থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন